সুপারিনটেনডেন্ট’র বাণী
আলহামদুলিল্লাহ। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। নাগরিকের এ অধিকার বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। স্বপ্নদ্রষ্টা কিছু মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় স্বীয় অর্থ ও ভূমি এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড মন্ত্রনালয়ের সহযোগিতায় ভোলা জেলাধীন দৌলতখান উপজেলার ০৪নং উত্তর জয়নগর ইউনিয়নের প্রান কেন্দ্র মধ্য জয়নগরে গড়ে উঠে মধ্য জয়নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা প্রদান করে তাদেরকে দক্ষ জনশক্তি এবং সক্রিয় সুনাগরিক হিসেবে গড়ে তোলা। কালের পরিক্রমায় এ প্রতিষ্ঠানটি প্রায় ০৪ যুগ ধরে শিক্ষার্থীদের যাবতীয় চাহিদা পুরন করে চলছে এবং সর্ব শ্রেনির মানুষের আদর্শ প্রতিষ্ঠান হিসেবে এলাকায় সুনাম কুঁড়িয়ে আসছে। প্রতিটি বোর্ড পরীক্ষার ফলাফলে শ্রেষ্ঠত্বের দাবীদার “মধ্য জয়নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা”। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি একাডেমিক সহশিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করে আসছে। মাদ্রাসার ওয়েবসাইট খোলার মাধ্যমে দীর্ঘ দিনের প্রত্যাশা পুরন হয়েছে। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন ও ডিজিটালাইজড করার জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক মোবারকবাদ জানাই।
মাওঃ আবদুছ ছাত্তার
সুপারিনটেনডেন্ট
মধ্য জয়নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, দৌলতখান, ভোলা।
নামঃ মাওঃ আবদুছ ছাত্তার
পদবীঃ সুপারিনটেনডেন্ট
বিদ্যালয়ের নামঃ মধ্য জয়নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, দৌলতখান, ভোলা, বাংলাদেশ।
যোগদান তারিখঃ ০১-০৩-২০১৮