Maddhya Joynagar Islamia Dakhil Madrasha

মধ্য জয়নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা

মধ্য জয়নগর, দৌলতখান, ভোলা, বাংলাদেশ।
EIIN NO: 101473

সভাপতির বাণী

আলহামদুলিল্লাহ। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। নাগরিকের এ অধিকার বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। স্বপ্নদ্রষ্টা কিছু মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় স্বীয় অর্থ ও ভূমি এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড মন্ত্রনালয়ের সহযোগিতায় ভোলা জেলাধীন দৌলতখান উপজেলার ০৪নং উত্তর জয়নগর ইউনিয়নের প্রান কেন্দ্র মধ্য জয়নগরে গড়ে উঠে মধ্য জয়নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা প্রদান করে তাদেরকে দক্ষ জনশক্তি এবং সক্রিয় সুনাগরিক হিসেবে গড়ে তোলা। কালের পরিক্রমায় এ প্রতিষ্ঠানটি প্রায় ০৪ যুগ ধরে শিক্ষার্থীদের যাবতীয় চাহিদা পুরন করে চলছে এবং সর্ব শ্রেনির মানুষের আদর্শ প্রতিষ্ঠান হিসেবে এলাকায় সুনাম কুঁড়িয়ে আসছে। প্রতিটি বোর্ড পরীক্ষার ফলাফলে শ্রেষ্ঠত্বের দাবীদার “মধ্য জয়নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা”। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি একাডেমিক সহশিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করে আসছে। মাদ্রাসার ওয়েবসাইট খোলার মাধ্যমে দীর্ঘ দিনের প্রত্যাশা পুরন হয়েছে। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন ও ডিজিটালাইজড করার জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক মোবারকবাদ জানাই। দ্বীপ জেলা ভোলার, দৌলতখান উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের নাম “মধ্য জয়নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের জীবন ধারনের পদ্ধতিকে বদলিয়ে দিয়েছে। জীবনকে করেছে সহজ ও আনন্দময়। শিক্ষা ক্ষেত্রেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যোগ করেছে নতুন মাত্রা। পৃথিবী আজ বিশ^ায়নের এমন চরম উৎকর্ষায় পৌঁছেছে প্রতিষ্টানের জন্য একটি ওয়েব সাইটের প্রয়োজনীয়তা অপরিহার্য। বর্তমান সময় একটি ওয়েব সাইটের গুরুত্ব কতটা তা আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। যেসব প্রতিষ্ঠানে নিজস্ব ওয়েব সাইট নেই শেষ সব প্রতিষ্ঠানকে আর স্মার্ট বলা হচ্ছে না। একটি মানসম্মত ওয়েব সাইট এর মাধ্যমে আমরা মুহুর্তের মাধ্যমে জানতে পারবো প্রতিষ্ঠানের সকল গুরুত্বপূর্ণ তথ্য। শিক্ষার্থীরা ঘরে বসেই পরীক্ষার রুটিন, ফলাফল, সিলেবাস, শিক্ষাক্রম, হাজিরা সীট ও ভর্তি ফরম পাবে। অভিভাবকরা ও তাদের সন্তানদের পরীক্ষার ফলাফল, আচরনিক পরিবর্তন, সাফল্য, আত্ম প্রকাশ ক্ষমতা সম্পর্কে জানতে পারবেন। পাশাপশি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যয়ী, মহৎপ্রান ব্যক্তিগন তাদের প্রিয় প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষক/শিক্ষার্থীদের তথ্য, বিভিন্ন অর্জন, বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য সমূহ দেখে উপকৃত হবে। দূর থেকে এক নজরে দেখতে পারবে অত্র প্রতিষ্ঠানের সকল তথ্য চিত্র। তাই আমরা মধ্য জয়নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ডায়নামিক ওয়েবসাইট খোলায় অত্যান্ত আনন্দিদিত হয়ে এর শুভ সূচনা লগ্ন কামনা করছি।

সভাপতির বাণী

নামঃ মোঃ ইয়াছিন লিটন

পদবীঃ সভাপতি

বিদ্যালয়ের নামঃ মধ্য জয়নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, দৌলতখান, ভোলা, বাংলাদেশ।

যোগদান তারিখঃ 26-09-2023